বাংলাদেশ ব্যাংক খুলনা, শাখা অফিস হিসেবে এ অঞ্চলের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মনটরিং সহ অন্যান্য প্রাত্যাহিক কাজ সম্পাদনের অধিক্ষেত্র হিসেবে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষিরা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলাসমূহে অবস্থিত তফশিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ পরিগনিত।
১৯৬০ সালে লোয়ার যশোর রোড ও হাসপাতাল রোডের সংযোগস্থলে ১.৭০ একর জমি অধিগ্রহণ করা হয় এবং তদুপরী নির্মিত দ্বিতল ভবনে ১৯৬১ সালের ৩রা এপ্রিল নতুন ভবন ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বর্তমানে দ্বিতল ভবনটি ৩ তলায় উন্নিত এবং এ্যানেক্স ভবন নামীয় একটি ৬ তলা ভবনে ব্যাংকের কার্যক্রম পরিব্যপ্ত। বর্তমানে অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নির্বাহী পরিচালক জনাব মহাঃ নাজিমুদ্দিন । ৬ জন উপমহাব্যবস্থাপক পদমর্যাদার কর্মকতা সহ বর্তমানে মোট নিয়োজিত প্রকৃত কর্মবল ৩৯৬ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS